Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

পরিবার পরিকল্পনা অধিদপ্তর কতৃক মা, শিশুস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং সম্পৃক্ত বিষয়ে গৃহীত কার্য্যক্রম উপজেলা পরিবার পরিকল্পনা কার্য্যালয়ের মাধ্যমে পরিচালিত এবং বাস্তবায়িত হয়।তাছাড়া ও এ অফিস বার্ষিক কর্ম পরিকল্পনা প্রণয়ন, লক্ষ্যমাত্রা অনুযায়ী সফলতা অর্জনে সার্বিক কার্যক্রম গ্রহন করা, লক্ষ্যমাত্রা অনুযায়ী মাসিক অগ্রগতি পর্যবেক্ষন ও মনিটর করে থাকে।ইউনিট ও ইউনিয়ন পর্যায়ে পরিচালিত কার্যক্রম, ইউনিট ও ইউনিয়ন পর্যায়ে অবস্তিত সেবা কেন্দ্র সমূহ এবং নিয়োজিত কর্মীদের সুপারভিশন, সক্ষম দম্পতিদের জন্য জন্ম নিরোধক ও অন্যান্য সামগ্রীর সরবরাহ নিশ্চিত করা এ অফিসের প্রধান কাজগুলির মধ্যে অন্যতম।তদুপরি মাস শেষে বিভিন্ন রিপোর্ট প্রনয়ন ও প্রদান সহ বিবিধ কাজ এ অফিস করে থাকে।

 

আওতাধীন অফিসঃ                      

উপজেলার অধীন প্রতিটি ইউনিয়নে একটি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র/ ইউনিয়ন ক্লিনিক রয়েছে।ইউনিট ও ইউনিয়ন পর্যায়ে কর্মরত আছে পরিবার কল্যণ সহকারী(FWA), পঃপঃ পরিদর্শক(FPI), পঃকঃ পরিদর্শিকা(FWV), সাব কমিউনিটি মেডিকেল অফিসার(SACMO), মেডিকেল অফিসার(পঃকঃ)সহ অন্যান্য কর্মচারী ও কর্মকর্তা।